logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ২১:১৮

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।

রোববার (২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে সর্বসম্মতিক্রমে ১০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়।

৭ নভেম্বরের মূল কর্মসূচি:
সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের অফিসে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা পর্যায়েও অনুরূপ র‌্যালি হবে।

অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচি:

৫ নভেম্বর: শ্রমিক দলের আলোচনা সভা
৬–১৩ নভেম্বর: ডকুমেন্টারি, স্থিরচিত্র ও ভিডিও প্রচার ফেসবুক, ইউটিউব ও অন্যান্য মাধ্যমে
৭ ও ৮ নভেম্বর: টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী
৮ নভেম্বর: ছাত্রদলের আলোচনা সভা
৯ নভেম্বর: ওলামা দলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
১০ নভেম্বর: তাঁতি দলের আলোচনা সভা
১১ নভেম্বর: কৃষকদলের আলোচনা সভা
১২ নভেম্বর: বিএনপির মূল আলোচনা সভা, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে
১৩ নভেম্বর: কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান
এছাড়া ৭ নভেম্বরকে কেন্দ্র করে পোস্টার, ব্যানার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে, জানায় বিএনপি।

মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশজুড়ে সেই চেতনার পুনর্জাগরণ ঘটাতে চাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের শত্রুরা আবার সক্রিয় হচ্ছে: মির্জা ফখরুল
‘অনৈক্যের জন্য বিএনপি-জামায়াত সমানভাবে দায়ী’ : নাহিদ ইসলাম
বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজভী
জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই : মেজর হাফিজ
12