logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রেসসচিব উন্মাদের মতো কথা বলেন: বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ২০:৪৩

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমকে নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি অভিযোগ করেন, “প্রেসসচিব উন্মাদের মতো কথা বলেন” এবং দায়িত্বশীল পদে থেকে উল্টাপাল্টা মন্তব্য করে মানুষকে বিব্রত করছেন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে পোশাক খাতের সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শওকত আজিজ রাসেল বলেন, “তার (প্রেসসচিবের) একটা পেজ আছে, সেখানে এমন সব কথা বলেন যা মানুষকে অস্বস্তিতে ফেলে। সঠিক মানুষ যদি সঠিক জায়গায় না থাকে, তাহলে সঠিক সিদ্ধান্তও আসবে না।”

প্রধান উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সাক্ষাৎ না পাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিটিএমএ সভাপতি। তিনি বলেন, “এটা খুব দুঃখজনক যে বিজিএমইএ প্রেসিডেন্ট এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মিটিংও করতে পারেননি। তাহলে আপনি এই দায়িত্ব নিলেন কেন?”

সরকারের প্রতি ইঙ্গিত করে শওকত আজিজ রাসেল আরও বলেন, “বিগত সরকারের সময় যেসব খেলাধুলা হয়েছে, এখন আবার সেই একই জিনিস চলছে। আমরা সবাই মরে যাচ্ছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে—এসব কি প্রেসসচিব দেখেন না?”

তিনি বলেন, “যেখানে বিমানবন্দর পুড়ে যায়, সেখানে বিদেশি ক্রেতারা কি অর্ডার দেবে? এসব ঘটনার অদৃশ্য ক্ষতি অনেক বড়।”

পরিস্থিতি থেকে উত্তরণের আহ্বান জানিয়ে বিটিএমএ সভাপতি বলেন, “সরকারের প্রতি অনুরোধ—নির্বাচন দিন, আমাদের মুক্তি দিন।”

বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) আয়োজিত ওই সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12