logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সুন্দরের ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া, সমতায় ফিরল ভারত

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ২০:০৪

হোবার্টে ওয়াশিংটন সুন্দরের অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে উড়ে গেল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে ভারত।

রোববার (২ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তোলে। জবাবে ভারত জয় পায় ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে। হোবার্টে এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।

সুন্দর ব্যাট হাতে খেলেন অনবদ্য ইনিংস। ২৩ বলে ৪৯ রান করেন তিনি, যাতে ছিল ৩ চার ও ৪ ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৩.০৪। তিলক বর্মা, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও জিতেশ শর্মার ছোট কিন্তু কার্যকর ইনিংসে সহজ জয় পায় ভারত।

অস্ট্রেলিয়ার পক্ষে টিম ডেভিড খেলেন ৭৪ রানের ইনিংস, যার মধ্যে ছিল ১২৯ মিটারের এক বিশাল ছক্কা। সঙ্গ দেন মার্কাস স্টয়নিস, যিনি করেন ৬৪ রান। তবুও তাঁদের লড়াই জয়ের জন্য যথেষ্ট হয়নি।

ভারতের পক্ষে বল হাতে অর্শদীপ সিং ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তাঁর হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

এদিন হোবার্টে প্রথমবারের মতো টি–টোয়েন্টি ম্যাচে পরাজিত হলো অস্ট্রেলিয়া। ২০২২ সালে আয়ারল্যান্ডের ১৭৭ রানের তাড়া ভেঙে এখন সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ভারতের।

ভারতের এই জয়ে সিরিজ এখন ১–১ সমতায়। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ টি–টোয়েন্টি আগামী বৃহস্পতিবার গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ১৮৬/৬ (ডেভিড ৭৪, স্টয়নিস ৬৪; অর্শদীপ ৩/৩৫)
ভারত: ১৮৮/৫ (সুন্দর ৪৯*, তিলক ২৯, অভিষেক ২৫; এলিস ৩/৩৬)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: অর্শদীপ সিং (ভারত)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12