ইসলামী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানের কর্মীদের নির্বাচন দায়িত্বে না রাখার আহ্বান নিয়ে জামায়াতের উদ্বেগ
ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দেওয়ার বিষয়ে বিএনপির আহ্বান নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির দাবিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য” হিসেবে মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ২৩ অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনের কাছে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা–কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার যে আহ্বান জানিয়েছে, তা উদ্বেগজনক এবং এর পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তাঁর ভাষ্যে, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন অরাজনৈতিক ও সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে; ধর্ম–বর্ণনির্বিশেষে সবার কাছে সেবা পৌঁছাচ্ছে; এবং সংশ্লিষ্ট কর্মীরা সততা–নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন—তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এমন দাবিদাওয়া নির্বাচনের পরিবেশে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি নির্বাচন কমিশনকে বিএনপির দাবিগুলো আমলে না নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে প্রেক্ষাপট হিসেবে জানা যায়, ২৩ অক্টোবর বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে। আলোচনা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান জানান, প্রশাসন ও “সরকারি বিতর্কিত” কর্মকর্তারা যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত না হন, সে অনুরোধ তারা জানিয়েছেন; নির্বাচন কমিশনও এ বিষয়ে সতর্ক রয়েছে বলে তাঁদের জানানো হয়েছে।
মন্তব্য করুন





