একই মঞ্চে আসিফ আকবর ও বেসবাবা সুমন
১৭ বছর পর যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। একই মঞ্চে ছিলেন দেশের অন্যতম ব্যান্ড অর্থহীন। শনিবার বোস্টনে আয়োজিত ওই কনসার্টে একসঙ্গে পারফর্ম করেন তারা।
গ্রিনরুমে অর্থহীনের বেজ গিটারিস্ট ও ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আসিফ। ছবির মন্তব্যে ভক্তরা দুজনকেই শুভেচ্ছা জানাচ্ছেন।
নিজের ফেসবুক পোস্টে আসিফ লেখেন, “২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে অনেক কিংবদন্তির সঙ্গে স্টেজ শেয়ার করার। আমি সংগীতের মানুষ নই, তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। তাই আমার দায়বদ্ধতাও বেশি।”
তিনি আরও লেখেন, “বোস্টনে এসে একই স্টেজ শেয়ার করেছি স্বনামখ্যাত ব্যান্ড অর্থহীনের সঙ্গে। লিভিং লিজেন্ড সুমন ভাইয়ের সঙ্গে আগেও স্টেজ শেয়ার করেছি। আজও তিনি আমার পারফরম্যান্স ব্যাকস্টেজ থেকে দেখেছেন।”
পোস্টের শেষে আসিফ লেখেন, “সুমন ভাইয়ের জীবনে অনেক ঝড় গেছে, তবু তিনি আস্থায় অবিচল। এমন মানুষদের কারণেই সংগীতজগৎ এখনো ভালো লাগে। তাঁর জন্য অনেক দোয়া ও ভালোবাসা। তিনি আমাদের জীবন্ত কিংবদন্তি। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
মন্তব্য করুন

