আগামীতে সবচেয়ে প্রাসঙ্গিক রাজনৈতিক দল হবে এনসিপি: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, যদি এনসিপি নীতি-আদর্শে অটল থাকে এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকে, তাহলে আগামীর নরসিংদীতে এনসিপিই সবচেয়ে প্রাসঙ্গিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি।
সারজিস আলম বলেন, “এখন আর সেই দিন নেই, যখন রাজপথে ভয়ভীতি দেখিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কিংবা মানুষকে ভয় দেখিয়ে ভোট পাওয়া যায়। যে যুগে এসব হতো, সেই যুগ শেখ হাসিনা পালানোর সময় সঙ্গে নিয়ে গেছে।”
তিনি বলেন, এখন মানুষ নির্যাতন, শোষণ বা নিপীড়নের শিকার হলে ভোটের মাধ্যমে তার প্রতিবাদ জানায়। “আমরা যদি আমাদের আদর্শে অবিচল থাকতে পারি, তাহলে আগামী নির্বাচনে এনসিপি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে,” তিনি যোগ করেন।
এনসিপির এই সংগঠক আরও বলেন, “আমরা রাজনীতিতে ৪৬তম দল হতে আসিনি। আমরা জনগণের প্রতিনিধিত্ব করতে চাই— হয় সরকার হিসেবে, নয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দলে পরিণত হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।”
তিনি মনে করেন, আওয়ামী লীগ এবং ভারতের প্রভাববাদের বিরোধিতায় বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না; সেখানে এনসিপির ভূমিকা অপরিহার্য।
২৪ সালের অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রসঙ্গে সারজিস আলম বলেন, “আমাদের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি, তবে এক বছরে ৫৪ বছরের ক্ষত সারানোও সম্ভব নয়। এই ক্ষত সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। সবার মধ্যে ক্ষমতার অপব্যবহারের প্রবণতা আছে। আমাদের ধীরে ধীরে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা এলায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ার এবং জাতীয় ছাত্রশক্তির নরসিংদী জেলা আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন





