logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ইথিক্যাল জার্নালিজম প্রতিষ্ঠায় সাংবাদিকদের ন্যায্য বেতন জরুরি: প্রেস সচিব

নিজস্ব প্রতিনিধি

  ২৬ অক্টোবর ২০২৫, ২০:০৮

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে ইথিক্যাল (নৈতিক) জার্নালিজম প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের ন্যায্য ও সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “যদি একজন সাংবাদিককে ৫ বা ১০ হাজার টাকা বেতন দেওয়া হয়, তাহলে ইথিক্যাল জার্নালিজম সম্ভব নয়।”

রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

প্রেস সচিব বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকরা যেন একটি সম্মানজনক বেতন পান, তা অত্যন্ত জরুরি। ন্যায্য পারিশ্রমিক না পেলে পেশায় অবৈধ প্রভাব তৈরি হয়, যা সাংবাদিকতার মান নষ্ট করে দেয়। তাঁর ভাষায়, “সাংবাদিকদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো বেতন না দিলে রাজনৈতিক দল ও সরকার সেই সুযোগ নেবে।”

তিনি অভিযোগ করেন, “ইউনিয়নের অনেক নেতা বছরের পর বছর আমাদের বিক্রি করে দিয়েছেন, পূর্বাচলে প্লট নিয়েছেন। অথচ সাধারণ সাংবাদিকরা বঞ্চিত হয়েছেন।” তিনি আরও বলেন, “মানুষকে তথ্য জানানো একটি বিশাল দায়িত্ব। ভুল তথ্য দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে।”

শফিকুল আলম জোর দিয়ে বলেন, “যে তরুণ আজ সাংবাদিকতা বেছে নিয়েছে, সে যেন এমন বেতন পায় যাতে তাকে কেউ কিনতে না পারে, বা ঘুষ দিয়ে খবর পরিবর্তন করাতে না পারে। আমরা চাই ভালো, নির্ভীক ও দায়িত্বশীল জার্নালিজম।”

তিনি সমালোচনা করে বলেন, “দেশে ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয়েছে, যারা অন্যের খবর কপি-পেস্ট করে। একদম সোজা বাংলায় এরা চোর। সাংবাদিকের উচিত নিজস্ব প্রচেষ্টায় রিপোর্ট করা, আর সেই পরিশ্রমের দাম দিতে হবে।”

প্রেস সচিব আরও জানান, এসব কপি-পেস্ট ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই একটি গোষ্ঠী ‘ফ্রিডম অব স্পিচ’-এর অজুহাত দেয়। তাই সাংবাদিকদের মৌলিক বেতন বাড়ানো এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন প্রেস সচিবের ভাই ড. আবু নছর
বিবিসি বাংলার প্রতিবেদনে আপত্তি জানালেন প্রেস সচিব
বাংলাদেশের কসাই আসাদুজ্জামান খান
আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতে পারবে না: প্রেস সচিব
12