logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল শুরু

অনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৫, ১২:১২

দুর্ঘটনার এক দিন পর রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর পর বেলা ১১টার দিকে পূর্ণাঙ্গভাবে সেবা চালু করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে ‘বিয়ারিং প্যাড’ খুলে পড়ে, এতে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনার পরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। আড়াই ঘণ্টা পর বিকেল ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত আংশিকভাবে সেবা চালু করা হয়।

আজ সকালে দুর্ঘটনাস্থলে নতুন করে বিয়ারিং প্যাড স্থাপন করা হয়। এরপর বন্ধ অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে দেখা হয়। পরীক্ষায় কোনো সমস্যা না পাওয়ায় পুরো রুটে মেট্রোরেল পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় ডিএমটিসিএল।

সেবা চালুর পর সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। আগারগাঁও স্টেশনে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন পড়ে। বেলা ১১টা ১৬ মিনিটে ফার্মগেট স্টেশন থেকে উত্তরামুখী প্রথম ট্রেন ছাড়ে, একই সময়ে আরেকটি ট্রেন মতিঝিলের পথে রওনা হয়।

ডিএমটিসিএল জানায়, আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত একাধিকবার পরীক্ষামূলক ট্রেন চালানো হয়, কিন্তু কোনো ত্রুটি পাওয়া যায়নি। তাই পুরো রুটে চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে।

দীর্ঘ এক দিনের বিঘ্নতার পর মেট্রোরেল সেবা চালু হওয়ায় রাজধানীবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মেট্রোরেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট দায়ের
৭ ঘণ্টা পর মতিঝিল–শাহবাগ রুটে মেট্রোরেল চলাচল শুরু
মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, চাকরির আশ্বাস
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে মৃত্যু, নকশাগত ত্রুটি নিয়ে নতুন প্রশ্ন
12