logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

খেলা শেষে হাতাহাতি রিয়াল-বার্সার ফুটবলারদের,দুই লাল কার্ড

অনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৫, ১৩:০৪

মাঠের ৯০ মিনিটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরও এল ক্লাসিকোর উত্তাপ থামেনি। রিয়াল মাদ্রিদের ২–১ ব্যবধানের জয়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এই বিশৃঙ্খলার জেরে রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিন সরাসরি লাল কার্ড দেখেন এবং আরও ছয় খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি।

ঘটনার সূত্রপাত হয় ম্যাচের শেষ বাঁশি বাজতেই। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, রিয়ালের ডিফেন্ডার দানি কারভাহাল বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন। ম্যাচের আগে ইয়ামাল মজা করে বলেছিলেন, “রিয়াল মাদ্রিদ সব সময় অভিযোগ করে।” কারভাহাল পরে তাকে বলেন, “তুমি অনেক কথা বলো, এখন কিছু বলো দেখি।” এরপরই দুই দলের খেলোয়াড়রা সেখানে জড়ো হয়ে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রিয়ালের তারকা ভিনিসিয়ুস জুনিয়র আগ্রাসী ভঙ্গিতে ইয়ামালের দিকে এগিয়ে যান এবং তাকে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য করেন— “ব্যাক পাস ছাড়া আর কিছুই করতে পারলে না!”

রেফারি সিজার সোতো গ্রাদোর ম্যাচ-পরবর্তী রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বেঞ্চ থেকে আগ্রাসীভাবে মাঠে ঢুকে বার্সেলোনার খেলোয়াড়দের দিকে তেড়ে যাওয়ায় আন্দ্রি লুনিনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। এছাড়া হলুদ কার্ড পেয়েছেন রিয়ালের এডার মিলিতাও, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র, আর বার্সার আলেহান্দ্রো বালদে, ফেরান তোরেস ও ফারমিন লোপেজ।

ঘটনা প্রসঙ্গে বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, “ঠিক কী ঘটেছিল জানি না। আমি তখন বেঞ্চে ছিলাম। শুধু দেখেছি, রেফারির বাঁশির পর রিয়াল খেলোয়াড়রা লামিনের দিকে ঝাঁপিয়ে পড়ে। এটা কিছুটা বাড়াবাড়ি হয়ে গেছে।”

এর আগে ম্যাচে রিয়ালের পক্ষে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম গোল করেন। বার্সেলোনার একমাত্র গোলটি করেন ফারমিন লোপেজ। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রি।

সব মিলিয়ে, মাঠের ভেতরের লড়াই শেষে এল ক্লাসিকোর নাটকীয়তা এবার গড়িয়েছে মাঠের বাইরেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12