logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ইস্তাম্বুলে আলোচনার মধ্যেই আফগান-পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষ, নিহত ৩০

অনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৫, ১২:৩৩

সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার মধ্যেই আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার ও শনিবার দুই দেশের সীমান্তে ভয়াবহ গোলাগুলিতে ৫ পাকিস্তানি সেনা ও ২৫ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

রোববার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর জানায়, আফগানিস্তান থেকে আসা সশস্ত্র ব্যক্তিরা খুররম ও উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল। পাহাড়ি ও দুর্গম এই দুই এলাকায় সংঘর্ষ হয়, যেখানে সেনারা অনুপ্রবেশ ঠেকাতে সক্ষম হলেও হতাহতের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই অনুপ্রবেশের চেষ্টা প্রমাণ করছে যে আফগান সরকারের সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি এখনো প্রশ্নবিদ্ধ। পাকিস্তান অভিযোগ করেছে, কাবুলের তালেবান প্রশাসন সীমান্তে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ঘটনায় আফগান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তালেবান সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে সংঘর্ষের সময়ই দুই দেশের প্রতিনিধিদল তুরস্কের ইস্তাম্বুলে দ্বিপক্ষীয় বৈঠকে বসে। আলোচনার মূল লক্ষ্য ছিল সীমান্তে চলমান উত্তেজনা কমানো। চলতি মাসের শুরুতেও দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, যা ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বিবেচিত হয়।

পাকিস্তান দাবি করছে, তালেবান সরকার সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। এই অভিযোগ ঘিরেই দুই দেশের মধ্যে গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটেছে। পরে দোহায় কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, তবে সেটি দীর্ঘস্থায়ী হয়নি।

তালেবান সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সীমান্ত হামলাগুলো আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, “যুদ্ধবিরতি এখনো বহাল আছে এবং আফগানিস্তানও শান্তি চায়। তবে ইস্তাম্বুলের আলোচনায় সমঝোতা না হলে সংঘাত অনিবার্য হবে।”

পাকিস্তান সেনাবাহিনী আরও জানায়, সীমান্ত অতিক্রমের চেষ্টা করা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ‘ফিতনা আল খারিজ’ নামের সংগঠনের সঙ্গে যুক্ত, যা বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত ও উগ্রবাদী মতাদর্শে অনুপ্রাণিত।

সূত্র: রয়টার্স, আরব নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12