logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

কলেজ ড্রপআউট থেকে ১৬৬ কোটির মালিক

অনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৫, ২০:২৬

মাত্র ২১ বছর বয়সে দুই সন্তান দত্তক নিয়েছিলেন, কলেজের পড়া শেষ না করেই নাম লিখিয়েছিলেন বলিউডে। নব্বই দশকের সেই আলোচিত নায়িকা এখন ১৬৬ কোটির মালিক। তিনি হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। আজ ২৬ অক্টোবর তাঁর জন্মদিন।

১৯৭২ সালে মুম্বাইতে জন্ম রাবিনার। তাঁর বাবা চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও মা বীণা ট্যান্ডন। তাঁদের নামের সংমিশ্রণ থেকেই তৈরি হয়েছে ‘রাবিনা’। পরিবারে সবাই তাঁকে আদর করে ‘মুনমুন’ বলে ডাকতেন।

অভিনয়ে আসার আগে রাবিনা কাজ করতেন প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাকারের সহকারী হিসেবে। সেখানেই পরিচালক শান্তনু শেওরে তাঁর মধ্যে অভিনয়ের সম্ভাবনা দেখেন এবং সেখান থেকেই শুরু হয় তাঁর চলচ্চিত্রজীবন।

মুম্বাইয়ের মিথিবাই কলেজে বিবিএ পড়ছিলেন রাবিনা। তবে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর পড়াশোনা ছেড়ে দেন। মাত্র ২১ বছর বয়সে একক মা হিসেবে দুই সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন—যা সে সময় সমাজে এক সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।

রাবিনার বলিউড অভিষেক হয় মাত্র ১৭ বছর বয়সে, সালমান খানের বিপরীতে ‘পাথর কে ফুল’ (১৯৯১) সিনেমায়। ছবিটি সুপারহিট হয় এবং তিনি পান ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার।
পরবর্তীতে ‘মোহরা’, ‘দিলওয়ালে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘জিদ্দি’, ‘দুলহে রাজা’ ও ‘বড় মিয়া ছোটে মিয়া’ সিনেমাগুলো তাঁকে বলিউডের শীর্ষ নায়িকাদের কাতারে পৌঁছে দেয়।
তাঁর জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি’, ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত’, ‘চুরা কে দিল মেরা’ আজও দর্শকপ্রিয়।

২০০১ সালে ‘দামান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য রাবিনা পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরবর্তীতে নেটফ্লিক্সের ‘আরণ্যক’ (২০২১) সিরিজ ও দক্ষিণি সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ (২০২২)-এ অভিনয় করে ফের আলোচনায় আসেন।

জিকিউ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, রাবিনার মোট সম্পদ প্রায় ₹১৬৬ কোটি রুপি। সিনেমা, ওটিটি প্রকল্প, বিজ্ঞাপন ও টেলিভিশন থেকেই আসে তাঁর আয়। প্রতি সিনেমায় তিনি নেন ₹২-৩ কোটি রুপি, আর বিজ্ঞাপনে ৫০ লাখ রুপি। তাঁর বার্ষিক আয় প্রায় ২০ কোটি রুপি।

২০০৪ সালে চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানিকে বিয়ে করেন রাবিনা ট্যান্ডন। তাঁদের দুই সন্তান—রাশা ও রণবীর। পাশাপাশি তিনি শিশু কল্যাণ ও প্রাণী অধিকার রক্ষায় কাজ করছেন বহু দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে।

রাবিনা ট্যান্ডন আজও বলিউডের অন্যতম অনুপ্রেরণামূলক নারী—যিনি প্রমাণ করেছেন, প্রতিকূলতার মধ্যেও পরিশ্রম ও সাহস দিয়ে গড়ে তোলা যায় সফল জীবন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12