logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

নির্বাচনের আগে জাতীয় পার্টিকে নিয়ে স্পষ্ট ফয়সালা দরকার : ভিপি নুর

অনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৫, ২০:৪৯

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টিকে নিয়ে একটি স্পষ্ট ফয়সালা দরকার। তিনি বলেন, ফয়সালা না হলে নির্বাচনে যাওয়া বিপজ্জনক হতে পারে।

রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

নুর বলেন, তারা চাই না নির্বাচন বিঘ্নিত হয়ে যাক। কিন্তু জাতীয় পার্টি বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে “শনির দশা” অপেক্ষা করবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন নষ্ট করার চেষ্টা করতে পারে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর ও খুলনা ইত্যাদি এলাকায় এমন নাশকতার চেষ্টা হতে পারে—তিনি এমনই মনে করেন।

তিনি জিএম কাদেরের পূর্ববর্তী একটি বক্তব্যের কথাও তুলে ধরেন। নুর বলেন, যে ব্যক্তি বলেছে “আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না”, তিনি কীভাবে এ সাহস দেখিয়েছেন—এ প্রশ্ন তাঁর কাছে বিবেচ্য।

নুরুল হক নুর আরও বলেন, তিনি চান আগামীর বাংলাদেশ হবে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে ওঠা। সেখানে হানাহানি, বিভাজন বা মারামারি থাকবে না। তিনি বলেন, নির্বাচন সময়মত হওয়া উচিত। নির্বাচন বিলম্ব বা সংকটে পড়লে রাজনীতিবিদদের জন্যই বিপর্যয় অপেক্ষা করবে।

গণঅধিকার পরিষদের সভাপতি গণহত্যার বিচারের অগ্রগতি নিয়ে সন্তোষও প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনালের প্রসিকিউশন টিমের কার্যক্রমে তারা খুশি।

অনুষ্ঠানে নুর ছাড়াও বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12