৭ ঘণ্টা পর মতিঝিল–শাহবাগ রুটে মেট্রোরেল চলাচল শুরু
প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এর আগে দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হন। দুর্ঘটনার পরপরই পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুপুর সোয়া ১২টার দিকে দুর্ঘটনা ঘটার পর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, প্রয়োজনীয় যন্ত্রপাতি না আসায় দ্রুত মেরামত সম্ভব নয়। ফলে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে মেট্রোরেল চালু করা হয়। বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর–আগারগাঁও রুটে সেবা চালু হয়।
পরে সন্ধ্যায় মতিঝিল–শাহবাগ অংশে ট্রেন চলাচলও স্বাভাবিক করার ঘোষণা দেয় ডিএমটিসিএল।
দুপুরে ফার্মগেট এলাকায় নির্মাণাধীন মেট্রোরেল লাইনের একটি ‘বিয়ারিং প্যাড’ খুলে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন এবং ফুটপাতে থাকা একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়।
সেতু বা উড়াল সেতুর কম্পন প্রতিরোধে ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। এটি সাধারণত নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি হয়, যার ভেতরে থাকে স্টিলের কাঠামো। এসব প্যাড ওজনে ভারি এবং পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো থাকে।
ডিএমটিসিএল তাদের ফেসবুক পেজে জানায়, “অদ্য বিকাল ৩টা থেকে উত্তরা উত্তর–আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত সেবা পুনরায় শুরু হয়েছে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।”
দীর্ঘ সাত ঘণ্টা পর মেট্রোরেল চালু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন, তবে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন

