প্রেম আর লুকিয়ে নয়, প্রকাশ্যে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে এলেন। এবার আর গোপনে নয়—হাতে হাত রেখে জনসমক্ষে দেখা গেছে এই আলোচিত জুটিকে।
বিনোদনমাধ্যম টিএমজেড জানিয়েছে, শনিবার রাতে পেরির জন্মদিন উপলক্ষে তাঁরা একসঙ্গে অংশ নেন প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারে শোতে। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় তাঁদের। ভিডিওতে দেখা গেছে, দুজন হাসিমুখে হাত ধরাধরি করে বের হচ্ছেন। সেদিন পেরি পরেছিলেন লাল পোশাক, আর ট্রুডো ছিলেন কালো পোশাকে।
এর আগে নানা স্থানে একসঙ্গে দেখা গেলেও তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে ঘনিষ্ঠ অবস্থায় তাঁদের দেখা যায়। দুজনের গভীর চুম্বনের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
জুলাই মাসে মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় প্রথম তাঁদের একসঙ্গে দেখা যায়। ‘পিপল’ ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূচনা। এরপর থেকে পেরির ট্যুরের ফাঁকে ট্রুডোকে ক্যালিফোর্নিয়ায় গিয়ে দেখা করতে দেখা গেছে।
এদিকে, পেরির ব্যক্তিগত জীবনেও ঘটেছে বড় পরিবর্তন। গত জুনে তাঁর অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বাগদান ভাঙে, আর তার এক মাসের মধ্যেই ট্রুডোর সঙ্গে নাম জড়ায় তাঁর।
অন্যদিকে, ট্রুডোও ২০২৩ সালের আগস্টে তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাঁদের তিন সন্তান রয়েছে—জেভিয়ার (১৭), এলা গ্রেস (১৬) ও হাদ্রিয়েন (১১)।
সব মিলিয়ে, গোপন প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে এখন প্রকাশ্যে হাত ধরেই নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো।
মন্তব্য করুন





