logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

বগুড়ায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৭

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহসচিব মো. মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

বিএনপি থেকে জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম ও খোরশেদ মোস্তাকসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবযোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতাকর্মীরা নবযোগদানকারীদের সমালোচনা করে পোস্ট দিচ্ছেন। তারা অভিযোগ করছেন, এসব ব্যক্তি অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং এখন জামায়াতে যোগ দিয়ে আবার রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “প্রায় ৫২ থেকে ৫৩ জন নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। এর মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও শক্তিশালী হবে।”

অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, “যাদের নাম বলা হচ্ছে তারা বিএনপির কেউ নন। এর মধ্যে একজন আগে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, এখন আবার জামায়াতে গেছেন।”

এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12