logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, আশাবাদী সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ১৮:০১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।”

তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করছি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।”

জাতীয় নির্বাচনে তারেক রহমান অংশ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। তিনি নিজেই সাক্ষাৎকারে বলেছেন যে তিনি নির্বাচনে থাকবেন। কোন আসন থেকে প্রার্থী হবেন, তা পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকেই তিনি নির্বাচন করতে পারেন।”

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, “আমরা আশা করছি দেশনেত্রী খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচনে অংশ নেবেন কি না। আমরা চাই, তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন।”

রাজধানীর গুলশানে আয়োজিত এই অনানুষ্ঠানিক আলাপচারিতায় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বগুড়ায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবেন না : মঈন খান
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে নেদারল্যান্ডসের এনআইএমডি প্রতিনিধি দল
বড় দলগুলো এসপি-ডিসি পদ ভাগ-বাঁটোয়ারা করছে। এভাবে চলতে থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে
12