ইসিকে গণিমতের মাল হিসেবে ভাগ করেছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসিরুদ্দিন পাটওয়ারী

নির্বাচন কমিশনকে (ইসি) গণিমতের মাল হিসেবে ভাগ করে নিয়েছে বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
শনিবার (১৯ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, “গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ অনেক অ্যাসেট রেখে গিয়েছিল। ১৫ বছর তারা নির্বাচন কমিশনকে নিজেদের মতো সাজিয়েছিল। এখন সেই গণিমতের মাল বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা ভাগ করে নিয়েছে। এমনকি সেনাবাহিনীও এক ভাগ নিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই নির্বাচন কমিশন জনগণের একটি প্রতিষ্ঠান হোক। এটা কোনো রাজনৈতিক দল, ধর্ম বা পরিবারের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। ইসিকে রুলস ও রেগুলেশনের মধ্যে ফিরতে হবে।”
এনসিপি নেতা অভিযোগ করেন, “গত ১৫ বছরে যারা নির্বাচন কমিশনের অনিয়ম ও কারচুপির সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার হওয়া উচিত। আমরা ইসিকে বলেছি, এ বিষয়ে ব্যবস্থা নিতে। তারা জানিয়েছে, নতুন কোনো নিয়োগ হয়নি, শুধু স্থানান্তর করা হয়েছে। তাই আগের প্রভাব এখনো রয়ে গেছে।”
নাসিরুদ্দিন পাটওয়ারী আরও বলেন, “আমরা বলেছি—ইসিকে স্বাধীন করুন। এটি জিয়া ফ্যামিলি, মুজিব ফ্যামিলি বা রহমান ফ্যামিলির নয়। কোনো ধর্মের নয়। এটি জনগণের প্রতিষ্ঠান হওয়া উচিত।”
তিনি যোগ করেন, “গণতান্ত্রিক যাত্রায় আমরা ইসিকে কারও বর্গা দিতে চাই না। তাই আমরা জুতার তলা ক্ষয় করেও বারবার আসি, যাতে তারা জনগণের পাশে দাঁড়ায়।”
মন্তব্য করুন