logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শাপলা প্রতীক না দেয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল এনসিপি

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৫:২৯
জাগতিক

নির্বাচন কমিশনের (ইসি) আচরণে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “ইসি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে মনে হচ্ছে। নির্বাচনের রিমোট কন্ট্রোল তাদের হাতে নেই, অন্য কোথাও থেকে পরিচালিত হচ্ছে।”

রোববার সকাল ১১টার দিকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে যায়। তারা কমিশনের সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “শাপলা প্রতীক এনসিপিকে কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা না দিয়েই প্রতীক চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা ইসির স্বেচ্ছাচারিতা।” তিনি আরও বলেন, “শাপলা ছাড়া বিকল্প আমরা দেখছি না, বিষয়টি ইসিকে জানিয়েছি।”

দলের অন্য নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।

নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, তারা ইসির টেন্ডার থেকে শুরু করে নানা দুর্নীতির অভিযোগ তুলেছেন। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতে বলেছেন। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে ইসিকে সতর্ক করেছেন।

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে।” আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের রেখে যাওয়া গণিমতের মাল এখন বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা ভাগ করে নিয়েছে। ইসিকে নিয়মের মধ্যে ফিরতে হবে।”

জানা গেছে, এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের আজই শেষ দিন। ইসির তালিকায় থাকা ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে বলা হলেও, এনসিপি জানিয়েছে—তারা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না। প্রধান নির্বাচন কমিশনার অনুপস্থিত থাকায় প্রতিনিধি দলটি সচিবের সঙ্গেই বৈঠক করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইসিকে গণিমতের মাল হিসেবে ভাগ করেছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসিরুদ্দিন পাটওয়ারী
এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না: ইসি আনোয়ারুল
“সেবিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই আমার বক্তব্য”- আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের ব্যপারে ইসি আনোয়ারুল
 জুলাই সনদকে গণপ্রতারণা আখ্যা দিল এনসিপি
12