শিশুদের মক্তব দখল করে বিএনপি কার্যালয়! চরফ্যাশনে ধর্মীয় স্থাপনা নিয়ে চাঞ্চল্য

ভোলার চরফ্যাশনে শিশুদের কোরআন শিক্ষার মক্তব ঘর দখল করে রাজনৈতিক কার্যালয় বানানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চর কুকরি-মুকরি ইউনিয়নের আমিনপুর গ্রামে, কাকরাইল জামে মসজিদের পাশে।
স্থানীয়রা জানান, ইউএনডিপি ও মুসলিম এইডের অর্থায়নে ১০ বছর আগে নির্মিত মক্তবটি দীর্ঘদিন ধরে শিশুদের ধর্মীয় শিক্ষার কেন্দ্র ছিল। তবে গত বছর আওয়ামী সরকারের পতনের পর বিএনপি নেতা সোহরাব রাঢ়ী ও তার সহযোগীরা ঘরটি দখল করে দলীয় কার্যক্রম শুরু করেন।
মসজিদ কমিটির সভাপতি আবু তাহের বলেন, “এটি ছিল শিশুদের একমাত্র পাঠদান স্থান। এখন আমরা মসজিদের ভেতরে ক্লাস নিতে বাধ্য হচ্ছি।”
স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় স্থাপনা দখল করে রাজনীতি করা নৈতিক ও ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য। ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুল হক জানান, তিনি ইতিমধ্যে দলীয় কর্মীদের ঘরটি ছেড়ে দিতে বলেছেন। চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন