logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও বিবেচনায়

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৩:১২
ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে নেওয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার নিরাপত্তার জন্যই এই গাড়ি কেনা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের শুরুতে একটি বুলেটপ্রুফ বাস এবং গত জুনে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোন দেশ থেকে গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনের সময় সারা দেশে জনসংযোগ করবেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।”

দলটি এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের আবেদন করেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

বুলেটপ্রুফ গাড়ি আমদানির জন্য মন্ত্রণালয়ের অনুমতি সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও বিদেশি দূতাবাসগুলোর জন্য দেওয়া হয়। রাজনৈতিক দলের জন্য এ ধরনের অনুমতি অতীতে খুবই বিরল।

বারভিডা সূত্রে জানা গেছে, জাপান, কানাডা ও জার্মানি থেকে বুলেটপ্রুফ গাড়ি আমদানি করা হয়। একটি বুলেটপ্রুফ গাড়ির দাম প্রায় ২ লাখ মার্কিন ডলার, আর শুল্কসহ খরচ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পুলিশের বিশেষ শাখা (এসবি) নিরাপত্তা বিশ্লেষণে জানিয়েছে—নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষ বা সন্ত্রাসীদের হামলার ঝুঁকিতে থাকতে পারেন। সেই কারণেই নিরাপত্তা বিবেচনায় এই অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকায় নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। তখন তাঁর গাড়িটি বুলেটপ্রুফ ছিল না। সেই অভিজ্ঞতার পর এবার নির্বাচনী প্রচারণায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি কেনার পদক্ষেপ নিয়েছে বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12