logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না: ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৪:৫০
সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেই প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা আইন ও বিধি অনুযায়ী কাজ করি। এনসিপি যে প্রতীক চাচ্ছে, তা প্রতীকের তালিকায় নেই, তাই কমিশনের পক্ষে সেটি দেওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন গণমাধ্যমে অনেক কিছু বলা হলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।”

সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে নির্বাচন কমিশনার বলেন, “সব বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হবে না।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন পদ্ধতি রাজনৈতিক বিষয়। এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন কারও পক্ষপাতিত্ব করবে না। আমাদের একটাই লক্ষ্য—একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।”

প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইসিকে গণিমতের মাল হিসেবে ভাগ করেছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসিরুদ্দিন পাটওয়ারী
শাপলা প্রতীক না দেয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল এনসিপি
 জুলাই সনদকে গণপ্রতারণা আখ্যা দিল এনসিপি
বিচক্ষণতার অভাবে  জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি: মির্জা ফখরুল 
12