logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

প্রজ্ঞাপনে মাত্র ৫% বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা, শিক্ষকদের প্রত্যাখ্যান 

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৫:০৯
TBS

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন থামছে না। সরকারের নতুন প্রজ্ঞাপনে মাত্র পাঁচ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়া হলেও, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, বাড়িভাড়া ভাতা কমপক্ষে ২০ শতাংশে উন্নীত করতে হবে।

রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, মূল বেতনের পাঁচ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে, যা সর্বনিম্ন দুই হাজার টাকা। এই ভাতা আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “পাঁচ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।”

আজ দুপুর ১২টায় ভুখা মিছিল করার কথা থাকলেও, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শিক্ষকদের বৈঠকের কারণে সময় পরিবর্তন করা হয়েছে। এখন ভুখা মিছিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষকরা জানিয়েছেন, সরকার তাদের ন্যায্য দাবি পূরণ না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12