জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ আসছে ওটিটিতে

চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া জয়া আহসান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’ এবার আসছে ওটিটি পর্দায়। আজ থেকেই ছবিটি দেখা যাবে দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ইতিমধ্যে প্ল্যাটফর্মটির অফিসিয়াল পেজে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারের ক্যাপশনে লেখা, ‘গ্রামীণ জীবনের নিঃস্বার্থ প্রেম ও প্রতারণার গল্প কি নকশীকাঁথার জমিনে জায়গা পায়?’—যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি কথাসাহিত্যিক হাসান আজিজুল হক-এর বিখ্যাত গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন গ্রামীণ জীবনের টানাপোড়েন, প্রেম, বিশ্বাসঘাতকতা ও মানবিক বেদনার আবেগময় চিত্র ফুটে উঠেছে।
সিনেমাটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের ভূমিকায় আছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
মন্তব্য করুন