logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

আ. লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না : রাশেদ খান

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৩০

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাশেদ খান বলেছেন, যদি সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ না করা যায়, তাহলে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে কেউ রেহাই পাবে না। তিনি রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এই বার্তা দেন।

ছবি: রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট

রাশেদ খান অভিযোগ করেছেন, নির্বাচনের আগে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ, গুপ্তহত্যা এবং নির্বাচন বানচাল করার মতো নৈরাজ্যকর কর্মকাণ্ড শুরু করছে। তাঁর ভাষ্য, “ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আবারো ১/১১’র মতো পরিস্থিতি নেমে আসবে।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, সামনে আওয়ামী লীগ গুপ্তহত্যাও করতে পারে। তাই এখনই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জোর দেন রাশেদ।

রাশেদ জনগণকে সতর্ক করে বলেন, যারা ভোটের রাজনীতির খাতিরে আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তিনি সবাইকে বিভেদের সুযোগ না দিতে ও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একত্রিত থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান
গণঅভ্যুত্থান নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি রাশেদ খানের
আ. লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, সিদ্ধান্ত তাদের
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার হত্যা আ. লীগ নেতা কারাগারে
12