জন্মদিনে প্রকাশিত হলো তাহসানের সংগীতজীবনের শেষ গান ‘প্রাকৃতিক’

দীর্ঘ সংগীতজীবনের ইতি টেনে আনলেন জনপ্রিয় শিল্পী তাহসান খান। নিজের প্রতিশ্রুতি অনুযায়ী জন্মদিনেই প্রকাশ করেছেন জীবনের শেষ গান। গানটির শিরোনাম ‘প্রাকৃতিক’।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় পোরসেলিনা সিরামিকসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। পাশাপাশি তাহসানের ব্যক্তিগত ইউটিউব প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।
সেপ্টেম্বরের শেষদিকে দেওয়া শেষ সাক্ষাৎকারেই তাহসান স্পষ্ট বলেছিলেন, আর কোনো নতুন গান প্রকাশ করবেন না। তার ভাষায়, “তিনটা গান তৈরি আছে। তবে আর রিলিজ করব না। শুধু শেষ গানটা আসতে পারে। তারপর শেষ।”
‘প্রাকৃতিক’ গানটি নতুন সংগীতায়োজনে ফিরেছে দীর্ঘ ২২ বছর পর। ২০০৩ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’-এ প্রথম এ গানটি শোনা গিয়েছিল। তখন গানটি কণ্ঠ দিয়েছেন জন কবির ও তাহসান খান। বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির প্রতীক হয়ে উঠেছিল সেই গান।
এবার গানটি এককভাবে গেয়েছেন তাহসান। কথা ও সুর আগের মতোই রাখা হলেও, সংগীতায়োজনে যোগ হয়েছে নতুন প্রজন্মের উপযোগী যন্ত্রসংগীত ও আধুনিক সাউন্ড ডিজাইন।
পোরসেলিনার ব্যনারে প্রকাশিত ‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’–এর এটাই শেষ গান। এই প্রকল্পের মাধ্যমে তাহসানের কয়েকটি জনপ্রিয় গান নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল।
সঙ্গীত থেকে অবসরের ঘোষণা দিয়েও শ্রোতা–ভক্তদের আবেগে শেষ একবার ফিরলেন তিনি।
মন্তব্য করুন