logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের তিনদিন অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ১৪:১৪
ছবি: সংগ্রহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ সহায়তা ঘোষণা করেছে সরকার। আগামী তিনদিন তাদের অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের পরিস্থিতি পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক তদন্ত চলছে এবং কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা আরও জানান, আগুন লাগার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার স্টেশনের কর্মীরা কাজ শুরু করে। ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের জন্য ভাড়ায় এই ছাড় দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিজিএমইএ জানিয়েছে, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এখন থেকে শুক্র ও শনিবারও আমদানি পণ্য ছাড় করা যাবে এবং ৩৬ ঘণ্টার মধ্যেই পণ্য ছাড়ের ব্যবস্থা করা হবে। বিকল্প হিসেবে তৃতীয় টার্মিনালে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হবে।

সরকারের এই সিদ্ধান্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারক ও আমদানিকারকদের বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
কার্গো ভিলেজের আগুন ‘পরিকল্পিত’ দাবি কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড 'পূর্বপরিকল্পিত' বলে জনগণের বিশ্বাস: মির্জা ফখরুল
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ১৬ টি ইউনিট
চট্টগ্রাম ইপিজেডে আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
12