শিশু অভিনেতা থেকে কন্নড় সুপারস্টার

১৯৮২ সালের ‘সত্তে পে সত্তা’ ছবির একটি পুরোনো ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে ছোট্ট এক ছেলেকে অমিতাভ বচ্চনের পাশে—যে ছেলেটি একদিন কন্নড় চলচ্চিত্রের শীর্ষ তারকাদের একজন হয়ে উঠবে, তা তখন কেউ ভাবতেও পারেনি। সেই ছেলেটিই আজকের শিব রাজকুমার—কন্নড় সিনেমার এক জীবন্ত কিংবদন্তি।
শিব রাজকুমার কিংবদন্তি অভিনেতা ড. রাজকুমারের পুত্র। ১৯৮৬ সালে ‘আনন্দ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে তাঁর আত্মপ্রকাশ ঘটে, আর প্রথম ছবিটিই ছিল বক্স অফিসে বিশাল সাফল্য। এরপর তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন—অ্যাকশন, ড্রামা, রোমান্সসহ নানা ঘরানার ছবিতে।
তারকাখ্যাতি থাকা সত্ত্বেও শিব রাজকুমার সবসময়ই নিজের বিনয়ী স্বভাবের জন্য পরিচিত। তিনি কখনো অতিরিক্ত প্রচার বা আলোচনার কেন্দ্রে থাকতে চাননি; বরং সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন অভিনয়ে। রাজনীতি থেকেও নিজেকে দূরে রেখেছেন। ২০২৩ সালে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতিতেও তিনি দর্শকের হৃদয় জয় করেন।
বর্তমানে শিব রাজকুমারের আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ২৩০ কোটি রুপি, যা তাঁকে দক্ষিণ ভারতের অন্যতম ধনী তারকায় পরিণত করেছে। অভিনয়ের পাশাপাশি তিনি বিজ্ঞাপন, টেলিভিশন অনুষ্ঠান ও লাইভ পারফরম্যান্স থেকেও আয় করেন।
একজন শিশু অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা থেকে শুরু করে কন্নড় সিনেমার প্রভাবশালী সুপারস্টার হয়ে ওঠা—শিব রাজকুমারের জীবনগাথা প্রতিভা, অধ্যবসায় এবং ঐতিহ্যের ধারক এক অনুপ্রেরণাদায়ক যাত্রা।
মন্তব্য করুন