“অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন”

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, “অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন। সরকার আজ দেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে পড়েছে, বিশেষ করে শিক্ষাব্যবস্থার বিপক্ষে।”
রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে এসব মন্তব্য করেন তিনি। সামান্তা শারমিন বলেন, “দেশের ছাত্র-শিক্ষকসহ নানা পেশার মানুষ তাদের ত্যাগের বিনিময়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে যে, তারা ৩০০ কোটি টাকা দিয়ে মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, অথচ শিক্ষকদের বেতন বৃদ্ধি করার কথা বললেই তারা বলেন সরকারের কাছে টাকা নেই।”
শিক্ষা কমিশন গঠন না করার সমালোচনা করে এনসিপির এই নেত্রী বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম যে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে। তবে দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চতুরতা আগের সরকারের মাধ্যমে করা হয়েছে।”
এনসিপি নেত্রী আরও বলেন, “শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে, তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে বেতন-ভাতা সব ক্ষেত্রেই অবহেলা করা হয়েছে। শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবি জানাতে হবে, এটাই কি আমাদের দেশের অবস্থান?”
এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, “শিক্ষকদের ওপর হামলাকারীদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে। রাস্তায় শিক্ষক পেটানো কোনো সভ্য দেশের কাজ হতে পারে না।”
এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত এবং জয়নাল আবেদীন শিশিরও শিক্ষকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
মন্তব্য করুন