logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

পরীক্ষায় বাড়তি সময়, ফি মওকুফসহ ইবির প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১৪ দফা সুপারিশ

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

ইবি প্রতিবেদক,

পরীক্ষায় বাড়তি সময়, ফি মওকুফসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাগত, আর্থ-সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমসহ সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে ১৪ দফা সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। গত ২৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত কমিটির তৃতীয়

সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের দাবি বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম এবং সদস্য-সচিব ও উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ মামুনুর রশীদ এই সুপারিশগুলো চূড়ান্ত করেন।

সুপারিশগুলো হলো, ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সকল সেমিস্টার পরীক্ষায় শিক্ষার্থীদের আবেদনক্রমে প্রতি ঘণ্টায় ১০ মিনিট করে অতিরিক্ত সময় প্রদান, হতদরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি, সেশন ফি ও যানবাহন ভাড়া আংশিক বা সম্পূর্ণ মওকুফ, প্রথম বর্ষ শেষেই হলের গ্রাউন্ড ফ্লোরে সিট বরাদ্দ, কেন্দ্রীয় ও বিভাগীয় লাইব্রেরিতে পৃথক রিডিং কর্নার এবং কম্পিউটার কর্নার স্থাপন, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল লিপির ব্যবস্থা করা, ইকসু নির্বাচনে প্রতিবন্ধী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বৃত্তি ও তহবিল সংগ্রহ, বিভিন্ন সংস্থার সহায়তায় আইটি কর্মশালার আয়োজন, মাসিক ৫০০ টাকা হাজার বিশেষ বৃত্তি প্রদান, অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত ফলাফলে ০.০৪ পয়েন্ট বোনাস যোগ, বার্ষিক শিক্ষা সফর ও খেলাধুলার জন্য আর্থিক সহায়তা, একাডেমিক ভবন ও হলে প্রতিবন্ধীবান্ধব শৌচাগার নির্মাণ, একটি পূর্ণাঙ্গ প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে বিশেষ ইন্টার্নশিপ চালু করার ব্যবস্থা গ্রহণ করা।সুপারিশগুলো

বাস্তবায়িত হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও জীবনযাত্রায় একটি বৈপ্লবিক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সাকীফ বিন আলম,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল: ০১৭৭২২০৪৫৪১
তারিখ: ০৮ অক্টোবর ২০২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12