logo
  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ওসমানী বিমানবন্দরে বিমানের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা, লন্ডনগামী ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে বিমানের ইঞ্জিন কাভারের ধাক্কা লেগে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাংলাদেশ বিমান ২০২ ফ্লাইটটি সিলেট থেকে সরাসরি লন্ডনে যাত্রা করার কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটিতে মোট ২৬২ জন যাত্রী ওঠেন। যাত্রী ওঠানোর পর বোর্ডিং ব্রিজ সরানোর সময় এটি বিমানের ইঞ্জিন কাভারের সঙ্গে ধাক্কা খায়। এতে ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি বাতিল করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, “বোর্ডিং ব্রিজ সরানোর সময় বিমানের ইঞ্জিন কাভারে ধাক্কা লাগে। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ইঞ্জিনটি ভালোভাবে পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, যাত্রীদের বিকল্প ব্যবস্থায় লন্ডনে পাঠানো হচ্ছে। দুপুর আড়াইটার দিকে অন্য একটি উড়োজাহাজে তাদের যুক্তরাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সিলেট ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ, দুই যাত্রী আটক
12