logo
  • রোববার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সিলেট ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ, দুই যাত্রী আটক

অনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এই স্বর্ণ আটক করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, গ্রিন জোন চ্যানেল পার হওয়ার পর জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা পার্কিং এলাকা থেকে দুই যাত্রীকে আটক করে। পরবর্তীতে শুল্ক গোয়েন্দারা তাদের কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ করেন। এ ঘটনায় জড়িত দুই যাত্রীকে আটক করা হয়েছে। স্বর্ণের পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করছেন।

সিলেট ওসমানী বিমানবন্দর স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ১০ বছরে এই বিমানবন্দর থেকে ১৫৩ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৬০ কোটি টাকা। সর্বশেষ গত বুধবার সকালে ১৭ কোটি টাকা মূল্যের ১৬ কেজি ওজনের স্বর্ণের চালান জব্দ করা হয়।

এছাড়া, গত ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ১৬৭ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নং সিটের নিচে কালো মোড়কে আবৃত অবস্থায় পাওয়া যায়।

ওসমানী বিমানবন্দর থেকে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে, মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মিরপুরে ১০৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩২ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেফতার
স্বর্ণের বাজার আকাশচুম্বী, প্রতি ভরি এখন ২ লাখ ১৬ হাজার
‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামের উলিপুরে
এক লাফে ৭ হাজার টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার
12