পরীক্ষার হলে বারবার কাশি দিয়ে ধরা খেলেন চাকরিপ্রার্থী
দিনাজপুর শহরের কসবা এলাকার কেরী মেমোরিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম কৃষ্ণকান্ত রায়। তিনি দিনাজপুরের বিরল উপজেলার সিঙ্গুল পূর্ব রাজারামপুর গ্রামের বাসিন্দা। সম্প্রতি স্নাতক সম্পন্ন করা কৃষ্ণকান্ত শহরের ফকিরপাড়া এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন।
পরীক্ষার সময় তিনি বারবার কাশি দিচ্ছিলেন। এতে কর্তৃপক্ষের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। একটি তার কানে বিশেষভাবে যুক্ত ছিল এবং অন্যটি গেঞ্জির ভেতরে লুকানো ছিল। পরে পুলিশ তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত জানান, ঢাকাভিত্তিক একটি চক্রের মাধ্যমে তিনি এসব ডিভাইস সংগ্রহ করেন। চক্রের সদস্যরা তাকে বলেন, পরীক্ষার প্রশ্ন যদি ‘পদ্মা’ সেট হয়, তবে যেন তিনি কাশি দেন। কিন্তু পরিকল্পনা বুঝতে না পেরে তিনি বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়ে যান।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, আগে থেকেই তথ্য ছিল যে ওই কেন্দ্রে একজন পরীক্ষার্থী ডিভাইস ব্যবহার করছেন। বিশেষ নজরদারিতে রাখার পর ১০১ নম্বর কক্ষের ওই পরীক্ষার্থীকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয় এবং জালিয়াতির প্রমাণ মেলে।
তিনি আরও বলেন, জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করা হচ্ছে এবং প্রশ্নফাঁস চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে।
মন্তব্য করুন




