logo
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর

অনলাইন ডেস্ক
  ০২ জুলাই ২০২৫, ১০:৩৪
সংগ্রহীত


টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে আটক ছাত্রদল নেতা মৃদুল হাসানকে বহিষ্কার করেছে সংগঠনটি। তিনি উপজেলার শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১ জুলাই) সকালে শাহজাহান সিরাজ কলেজে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় নকল সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন মৃদুল।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করলে তিনি নকল সরবরাহের বিষয়টি স্বীকার করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।

ঘটনার পর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মো. মৃদুল হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে মৃদুল হাসানের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী বেনজির আহমেদ টিটো বলেন, “দলের নাম ব্যবহার করে যদি কেউ এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, বিএনপি তার দায় নেবে না। আইন নিজের গতিতে চলবে, অপরাধী যে-ই হোক না কেন।”

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন ঘটনায় ছাত্র রাজনীতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12