লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ ৪ প্রতারক আটক
লক্ষ্মীপুরে নকল স্বর্ণ বিক্রি করতে এসে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার মিয়ারবেড়ি বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে আছেন আক্তার হোসেন, নয়ন হোসেন, আল-আমিন এবং নবী নেওয়াজ। তারা একটি সাদা রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্টো-গ ৪৫-৪৫৯৫) মিয়ার বেড়ি বাজারের ফারিহা শিল্পালয়ে স্বর্ণের গয়না বিক্রি করতে আসেন। তবে তাদের কাছে থাকা স্বর্ণের গয়না নকল ছিল, যা ২১ ক্যারেট সিল দিয়ে চিহ্নিত করা হয়েছিল।
ফারিহা শিল্পালয়ের মালিক কামাল উদ্দিন বিষয়টি আঁচ করতে পেরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনে (বাজুস) জানালে, সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা শাখার বাজুস সেক্রেটারি পরেশ কর্মকার সবাইকে সাবধান থাকতে অনুরোধ করেছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, প্রতারকরা নকল স্বর্ণ বিক্রি করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তবে ব্যবসায়ীর বুদ্ধিমত্তার কারণে তারা ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন






