logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে স্কুলশিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ১৬:২৭

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভয়াবহ এক ঘটনায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে লিটন ত্রিপুরাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষিকার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ভুক্তভোগী শিক্ষিকা জানান, তিনি সেদিন সন্ধ্যায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার একটি পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা তাদের গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের পর লিটন শিক্ষিকাকে আটকে রেখে ১০ হাজার টাকা দাবি করেন। তখন তিনি বন্ধুকে ফোনে বিষয়টি জানান। বন্ধুটি দ্রুত নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, “অস্ত্রটি এখনো উদ্ধার করা যায়নি। লিটন ত্রিপুরার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তার লিটনের জিজ্ঞাসাবাদ চলছে, এবং তদন্তের স্বার্থে অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ওড়িশায় দুই চাঞ্চল্যকর ঘটনা: গডম্যান গ্রেফতার, ধর্ষণচেষ্টাকারীকে হত্যা
সাভারে বিইউপি'র শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, তিন দিনেও গ্রেপ্তার হয়নি কেউ
বাংলাদেশের কন্যারা ঝুঁকির মুখে: বাড়ছে শিশু ধর্ষণ ও সহিংসতা
৯ মাসে ছয়শ'র বেশি ধর্ষণ
12