logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ২০:৫২

রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ সংঘর্ষে একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। এ সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে লেনদেন করেন। বিষয়টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে সহযোগিতার দায়িত্ব দেন।

অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করেন এবং পরবর্তীতে তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন।

এরপর থেকে বংশাল থানার নেতারা রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে চেষ্টা করলেও ব্যর্থ হন। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের পর কনভেনশন হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ইউসুফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
জুলাই সনদের বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
এনসিপিতে আবারও ভাঙনের আশঙ্কা, দুই ছাত্র উপদেষ্টাকে ঘিরে বাড়ছে বিরোধ
নাম বদলে ‘বাগছাস’ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’
12