নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানাল এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে সম্পূর্ণ গুজব ও অপপ্রচার বলে দাবি করেছে দলটি।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে, এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করা হয়।
রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সাথেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার খবর সম্পূর্ণ অসত্য।”
এর আগে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং দলের অভ্যন্তরীণ পদসংক্রান্ত জটিলতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিতে পারেন। তিনি দলে যোগ দিয়ে “নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের” দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন—যে পদটি বর্তমানে নাসীরুদ্দীনের অধীনে রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আসিফের এই সম্ভাব্য যোগদান নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের অনানুষ্ঠানিক সমর্থন থাকায় নাসীরুদ্দীন ক্ষুব্ধ হয়েছিলেন বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এনসিপির শীর্ষ নেতৃত্বের দাবি, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, “নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো এনসিপির দায়িত্বে সক্রিয় আছেন এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে সরাসরি যুক্ত আছেন।”
মন্তব্য করুন






