বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ ট্রাম্প, কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল
কানাডার একটি বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ হয়ে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজ্ঞাপনটিতে ব্যবহৃত হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি উক্তি, যা ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরোধিতা করে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের অর্থায়নে তৈরি। এতে রিগ্যানের ১৯৮৭ সালের এক ভাষণের অংশ ব্যবহার করা হয়, যেখানে তিনি বলেছিলেন—“বাণিজ্য প্রতিবন্ধকতা প্রতিটি আমেরিকান শ্রমিকের ক্ষতি করে।”
বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বিজ্ঞাপনটিকে “ভুয়া” বলে দাবি করেন। তিনি লেখেন, “কানাডা প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের আদালতের শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা।” একই পোস্টে তিনি আরও লেখেন, “তাদের নিন্দনীয় আচরণের কারণে সমস্ত বাণিজ্য আলোচনা এখানেই শেষ।”
ট্রাম্প প্রশাসন এর আগে কানাডার কাঠ, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর প্রতিক্রিয়ায় কানাডাও পাল্টা শুল্ক আরোপ করে। চলতি বছরের আগস্টে ট্রাম্প আবারও শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেন।
অন্টারিওর প্রাদেশিক সরকারপ্রধান ডগ ফোর্ড, যিনি ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির সমালোচক হিসেবে পরিচিত, অক্টোবরের শুরুতে রিগ্যানের মন্তব্য সম্বলিত বিজ্ঞাপনটি প্রচার শুরু করেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমরা কখনই মার্কিন শুল্কের বিরুদ্ধে লড়াই থামাব না।”
কানাডার রপ্তানি পণ্যের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে যায়। তাই ট্রাম্পের এই সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বা অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধিতে হতাশা প্রকাশ করেছিলেন কার্নি। চলতি মাসের শুরুতে তার সঙ্গে ট্রাম্পের বৈঠকেও শুল্ক নিয়ে উত্তেজনা কমানোর আলোচনা হয়।
এই ঘটনার ফলে ট্রাম্পের প্রথম মেয়াদে আলোচনার পর্যায়ে থাকা ‘যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা চুক্তি’ (USMCA) পুনর্মূল্যায়ন প্রক্রিয়াও অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছে ওয়াশিংটনভিত্তিক কূটনৈতিক মহল।
মন্তব্য করুন


