logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

নাম বদলে ‘বাগছাস’ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ১৭:১৪

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ—সংক্ষেপে বাগছাস—এখন নতুন নামে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’, যা এখন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সমন্বয় সভা’য় এ নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। তবে প্রত্যাশিতভাবে নতুন কমিটি ঘোষিত হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ।

সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে সেটি বাস্তবায়ন করতে হবে। পূর্ণ নিশ্চয়তা পেলে তবেই এনসিপি আনুষ্ঠানিক স্বাক্ষর করবে।” তিনি আরও বলেন, “স্বাক্ষর ইস্যুতে এখন দুই পক্ষ তৈরি হয়েছে—এক পক্ষ স্বাক্ষর প্রত্যাহার চায়, অন্য পক্ষ সেটি স্থায়ী করতে চায়।”

আখতার হোসেন অভিযোগ করেন, “আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। জাতীয় ছাত্রশক্তিকে এখন এমনভাবে সক্রিয় হতে হবে, যাতে আর কেউ গণরুম বা গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনতে না পারে।”

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়েও দেশের মানুষ সন্তুষ্ট নয়। এটি একটি দলের প্রত্যাশা অনুযায়ী তৈরি হয়েছে।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, “খুব শিগগিরই সারাদেশের জেলা ও মহানগরে এনসিপির আহ্বায়ক কমিটি দেওয়া শুরু হবে। এনসিপি ‘মাই ম্যান পলিটিক্স’ করবে না; বিশ্বস্ত নেতৃত্বের মাধ্যমেই এগিয়ে যাবে দল।”

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করে। তখন তারা ঘোষণা দিয়েছিল—“স্টুডেন্ট ফাস্ট, বাংলাদেশ ফাস্ট” স্লোগান নিয়ে সংগঠনটি কাজ করবে।

দলীয় লেজুড়বৃত্তি পরিহার, অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও সদস্যদের চাঁদার অর্থে সংগঠন পরিচালনার অঙ্গীকারও করেছিল তারা।
তবে সেই স্বাধীন অবস্থান থেকে সরে এসে বাগছাস এখন এনসিপির সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে নতুনভাবে যাত্রা শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জুলাই সনদের বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
এনসিপিতে আবারও ভাঙনের আশঙ্কা, দুই ছাত্র উপদেষ্টাকে ঘিরে বাড়ছে বিরোধ
শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানাল এনসিপি
12