logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

উপদেষ্টা মাহফুজ ও আসিফ কি নির্বাচনে অংশ নেবেন?

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ২০:৫৫
ছবি: ইন্টারনেটে

অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা।

এর মধ্যে আসিফ মাহমুদ আগেই নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি কোনো দলের প্রার্থী হিসেবে না কি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন বিবিসি বাংলাকে।

অন্যদিকে, মাহফুজ আলম প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তার ভাই মাহবুব আলম, যিনি কয়েকদিন আগে এনসিপির এক সভায় এ বক্তব্য দেন।

সম্প্রতি বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি জানান। এর মধ্যে মাহফুজ ও আসিফের নামও আলোচনায় আসে।

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সরকারের শীর্ষ পর্যায় থেকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে সরাসরি জানতে দুই উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে সূত্র বলছে, নির্বাচন ঘিরে জটিল সমীকরণের কারণে আপাতত পদত্যাগের কোনো চিন্তা করছেন না তারা।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা জায়গা পান—মাহফুজ আলম, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম।

এর মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাহিদ ইসলামের পদত্যাগের পর এনসিপির ওপর শিক্ষার্থী উপদেষ্টাদের প্রভাব কিছুটা কমে গেছে। তাই যদি বাকি দুইজন উপদেষ্টাও পদত্যাগ করেন, তাহলে সরকার ও এনসিপির সম্পর্ক আরও দুর্বল হয়ে পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
”একাধিক দেশের পাসপোর্টধারী”-কাদের ইঙ্গিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
‘নতুন বাংলাদেশ দিবস’ পুনর্বিবেচনা করছে সরকার : আসিফ মাহমুদ
“স্বৈরাচার আমলের গণমাধ্যম খতিয়ে দেখা জরুরি” বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তথ্য উপদেষ্টার মন্তব্য
আওয়ামী লীগ দেশীয় শক্তি না, বিদেশী ‘প্রতিস্থাপিত শক্তি’!
12