ভোটের মাঠে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা

ছবি: ইন্টারনেট
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার (২০ অক্টোবর) নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে চারজন নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আখতার আহমেদ বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান। এ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার হয়েছে, বাকি অংশ উদ্ধারের কাজ চলছে।
মন্তব্য করুন
আরও পড়ুন