এমবাপ্পের গোলে বার্সাকে পেছনে ফেলল রিয়াল

স্প্যানিশ লা লিগায় শীর্ষে ফেরার জন্য জয়ের বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের সামনে। গেতাফের মাঠে সেই ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়েও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে তারা। প্রতিপক্ষ দুই খেলোয়াড়কে হারিয়ে ফেললে সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে জয়সূচক গোল উপহার দেন কিলিয়ান এমবাপ্পে। তাতেই নিশ্চিত হয় পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
গেতাফের মাঠে এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। এই জয়ে প্রথম ৯ ম্যাচে ৮টি জয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়ায় ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
পুরো ম্যাচে বল দখলে আধিপত্য ছিল রিয়ালের—৭৬ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। তারা ২৩টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে গেতাফে নেয় ৭টি শট, লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি। প্রতিপক্ষের মাঠে কিছুটা গড়পড়তা খেললেও ৭৬ থেকে ৮৪ মিনিটের মধ্যবর্তী সময়েই বদলে যায় ম্যাচের চিত্র। এই সময়ের মধ্যে গেতাফ হারায় দুই খেলোয়াড়, আর সেই সুযোগেই গোল করেন এমবাপ্পে।
ম্যাচের একমাত্র গোলটি করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন ফরাসি তারকা। বদলি হিসেবে নামা আর্দা গুলারের পাস থেকে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশে জালের দেখা পান তিনি। সেই গোলই নিশ্চিত করে রিয়ালের জয়।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে জাবি আলনসোর দল, আর ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
মন্তব্য করুন