তদন্তে নামছে ডিবি
অনলাইন পর্নোগ্রাফি গ্রুপ-অ্যাডমিন ও অর্থ লেনদেনকারীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রির ঘটনায় সংশ্লিষ্ট গ্রুপ, অ্যাডমিন ও অর্থ লেনদেনকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান।
আদালত ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে একজন দক্ষ ও চৌকস তদন্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছে। তদন্তের অগ্রগতি প্রতি ১৫ দিন অন্তর আদালতে জানাতে হবে। এছাড়া দুই সংবাদদাতাকেও তদন্তকাজে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
এই পদক্ষেপটি আসে ‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর। প্রতিবেদনে বিষয়টি জনস্বার্থে সামনে আসায় ফৌজদারি কার্যবিধির ১৯০(১)(সি) ধারায় আদালত সরাসরি উদ্যোগ নেয়।
আদালত মনে করেছে, এই ঘটনাটি গুরুতর অপরাধ এবং সামাজিক নিরাপত্তা ও ব্যক্তিগত মর্যাদার ওপর আঘাত। তাই অনলাইন প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন