ইন্দোনেশিয়ায় সরকারের বছরপূর্তিতে শিক্ষার্থীদের বিক্ষোভের আহ্বান

ক্ষমতায় আসার এক বছর পূর্তির দিনেই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়তে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সোমবার (২০ অক্টোবর) তার সরকারের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানী জাকার্তায় বড় ধরনের প্রতিবাদের ডাক দিয়েছে দেশটির বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের জোট ‘বিইএম এসআই’। এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সংগঠনটি জানিয়েছে, প্রেসিডেন্ট যখন মন্ত্রিসভার বৈঠকে তার সরকারের এক বছরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবেন, তখন শিক্ষার্থীরা তার বাসভবনের সামনে জড়ো হয়ে সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করবে। তাদের পোস্টে ব্যবহৃত হ্যাশট্যাগগুলোর মধ্যে ছিল – 'One Year is Enough' (এক বছরই যথেষ্ট) এবং 'One Year of Continuous Problems' (এক বছরের লাগাতার সমস্যা)।
সংগঠনটি বলেছে, “মাত্র এক বছরেই আমরা ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”
প্রাবোওর মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত চলবে। তিনি তার শাসনামলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই লক্ষ্যেই বিভিন্ন প্রণোদনা প্যাকেজ চালু করেছেন। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে দুই দফা ছাত্র আন্দোলনের মুখে পড়েছে তার সরকার, যা ভবিষ্যৎ শাসনামল নিয়ে প্রশ্ন তুলছে।
এর আগে আগস্টের শেষ দিকে পার্লামেন্ট সদস্যদের অতিরিক্ত সুবিধা এবং সরকারের কিছু বিতর্কিত নীতির বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক ডেলিভারি কর্মী পুলিশের গাড়ির চাপায় নিহত হলে আন্দোলন আরও তীব্র হয় এবং সহিংসতায় কয়েকজন প্রাণ হারান। ক্ষমতায় আসার পর এটিই ছিল প্রাবোওর সবচেয়ে বড় রাজনৈতিক সংকট।
ইন্দোনেশিয়ার জাতীয় গবেষণা ও উদ্ভাবন সংস্থার রাজনৈতিক বিশ্লেষক ওয়াসিস্তো রাহারজো জাতি বলেন, প্রাবোওর সরকারের নীতিনির্ধারণে জনমতের প্রতিফলন দেখা যায় না। বিশেষ করে ফ্রি স্কুল মিল কর্মসূচিকে ঘিরে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এই কর্মসূচির আওতায় গর্ভবতী নারী ও লাখ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে খাবার সরবরাহের উদ্যোগ নেয় সরকার। এর পাশাপাশি দরিদ্রদের জন্য স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা অন্তর্ভুক্ত ছিল। তবে এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার গুরুত্বপূর্ণ কয়েকটি খাতের বাজেট কমিয়ে দেয়, যা সমালোচনার জন্ম দেয়। এর ওপর কিছু স্কুলে বিতরণ করা খাবার খেয়ে হাজার হাজার শিক্ষার্থী খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়, যার ফলে প্রেসিডেন্ট প্রাবোও ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
মন্তব্য করুন