logo
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

অসংক্রামক রোগ প্রতিরোধে ‘যৌথ ঘোষণা’ বাস্তবায়ন—দ্বিতীয় পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৫, ১৬:৩২

অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ‘যৌথ ঘোষণা’ বাস্তবায়নের কর্মপরিকল্পনা নির্ধারণে দ্বিতীয় পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কারিগরি সহায়তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। অংশ নেন মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, যুব ও ক্রীড়া, গৃহায়ন ও গণপূর্ত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ প্রতিনিধি। উপস্থিত ছিলেন ডব্লিউএইচও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর প্রতিনিধিরাও।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এনসিডির ক্রমবর্ধমান বোঝা ও অকালমৃত্যু কমাতে খাতভিত্তিক পদক্ষেপ জরুরি। ৩৫টি মন্ত্রণালয়–বিভাগের অংশগ্রহণে যৌথ ঘোষণা স্বাক্ষরের পর উৎপাদন–বাণিজ্য খাত নিয়ে প্রথম সভা হয়েছে ২৯ সেপ্টেম্বর। আজ শিক্ষা, ক্রীড়া, নগর উন্নয়ন ও স্থানীয় সরকার খাতকে কেন্দ্র করে আচরণগত পরিবর্তন, জনসচেতনতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ার ওপর জোর দেওয়া হলো।

সভায় যৌথ ঘোষণার অঙ্গীকার বাস্তবায়নে সমন্বিত কর্মপরিকল্পনা, মন্ত্রণালয়ভিত্তিক অগ্রাধিকার কার্যক্রম এবং জাতীয়–বৈশ্বিক প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য নিয়ে আলোচনা হয়। পারস্পরিক সমন্বয়, যৌথ জবাবদিহি কাঠামো ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার প্রস্তাব আসে। ডব্লিউএইচও কারিগরি সহায়তা, সমন্বয় ও সক্ষমতা উন্নয়নে কাজ করবে।

সভা শেষে জানানো হয়, অংশীজনদের মতামতের ভিত্তিতে খাতভিত্তিক কর্মপ্যাকেজ চূড়ান্ত করা হবে। যৌথ জবাবদিহি কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12