logo
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

দুই বাংলায় জয়রথে জয়া আহসান

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৫, ১৭:১৬
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন জয়া আহসান। কারণ, চলতি বছর দুই বাংলায় মিলিয়ে তাঁর অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পায় ‘ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’। এই সিনেমাগুলোর মাধ্যমে তিনি অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন দর্শক ও সমালোচকদের কাছ থেকে। সম্প্রতি আরআরকে পডকাস্টে অংশ নিয়ে ওপার বাংলায় কাজের অভিজ্ঞতা, দেশের সিনেমা ও ব্যক্তিগত ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

কলকাতায় কাজ শুরু করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জয়া বলেন, “আমি একজন শিল্পী, আমাকে তো কাজ করতেই হবে। অভিনয় ছাড়া আমি আর কিছুই জানি না বা পারি না। তখন দেশে আমার মতো করে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকেই এবং অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই কলকাতায় কাজ শুরু করি।”

দেশের চলচ্চিত্রে কাজের প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “বাংলাদেশে কাজ করতে গেলে পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা দরকার হয়, যা আমার পক্ষে সম্ভব নয়। যেসব পরিচালকের জন্য আমি সবসময় প্রস্তুত ছিলাম, তারা আমাকে যথাযথভাবে ব্যবহার করতে পারেননি। এখানে প্রায়ই দেখা যায়, পরিচালক নিজের বান্ধবী বা স্ত্রীকে নিয়ে কাজ করেন। আমি এসবের অংশ হতে চাইনি, হবও না। এই কারণেই আমি একসময় কর্নারড হয়ে পড়েছিলাম, এত নিবেদিত থেকেও। কিন্তু কলকাতায় এমন হয়নি। আমি বাইরের শিল্পী হয়েও সেখানে মূল্যায়ন পেয়েছি, ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, এমনকি আমাকে কেন্দ্র করে গল্পও নির্মিত হয়েছে।”

তিনি আরও বলেন, “এখনও বাংলাদেশের অনেক পরিচালক নারীকে কেন্দ্র করে গল্প বলতে ভয় পান। কেউ যদি এমন গল্প করেনও, তখন বান্ধবী বা স্ত্রীকে নেন, নয়তো মেগাস্টারদের বেছে নেন। একজন খাঁটি শিল্পীর ওপর তারা বাজি ধরতে চান না। তবে এর বাইরেও অনেক মেধাবী নির্মাতা আছেন, যাদের প্রতি আমি শ্রদ্ধাশীল। তারা চাইলে আমার মতো কিংবা আরও গুণী অভিনেতাদের দিয়ে চমৎকার কাজ করাতে পারতেন, কিন্তু সেটা হয়নি।”

গত বছর বলিউডে অভিষেক হয় জয়ার। এরপর করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয়ের প্রস্তাবও পান তিনি। তবে নানা কারণে সে প্রজেক্টটি আর করা সম্ভব হয়নি।

জয়া বলেন, “ওটা ভিন্নধর্মী একটা প্রজেক্ট ছিল। নানা কারণে তখন করা হয়নি। আমি বিশ্বাস করি, যা ভাগ্যে আছে, সেটাই হবে। তাই এটা নিয়ে কোনো আফসোস নেই।”

সম্প্রতি জয়া অভিনয় করেছেন ‘ফেরেশতে’ সিনেমায়, যা বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত। ইরানি পরিচালক মুর্তজা অতাশ পরিচালিত এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12