logo
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

নুসরাত ফতেহ আলী খানকে স্মরণে ঢাকায় কাওয়ালি কনসার্ট ‘শাম-ই-নুসরাত’

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৫, ১৫:৫০
ছবি: সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি কাওয়াল ও সুফি সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ কাওয়ালি কনসার্ট ‘শাম-ই-নুসরাত’। অনুষ্ঠানটি হবে আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার (ন্যাশনাল লাইব্রেরি) অডিটোরিয়ামে।

কনসার্টটির আয়োজন করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং ক্বরার–দ্য সুফি ব্যান্ড।

এই আয়োজনের উদ্দেশ্য নুসরাত ফতেহ আলী খানের সুদীর্ঘ সংগীত ঐতিহ্য, তাঁর আধ্যাত্মিক সুর এবং মানবপ্রেমের বাণী নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। অনুষ্ঠানে পরিবেশিত হবে সুফি ধারার চিরন্তন কাওয়ালি এবং সুফি সংগীত, যা শ্রোতাদের নিয়ে যাবে এক মরমি আবহে।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ক্বরার–দ্য সুফি ব্যান্ডের পরিবেশনা। তারা নুসরাতের বিখ্যাত গানগুলো নতুন আঙ্গিকে উপস্থাপন করে শিল্পীর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করবে। পাশাপাশি বিশেষ সুফি নৃত্য পরিবেশনাও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হবে।

আয়োজকদের ভাষায়, এটি শুধু একটি সঙ্গীত সন্ধ্যা নয়, বরং নুসরাতের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার গভীর প্রকাশ—যেখানে সুফি সংগীতের তালে তালে প্রতিধ্বনিত হবে আধ্যাত্মিকতার বাণী।

সুফি সঙ্গীতপ্রেমীদের জন্য এ আয়োজন হতে যাচ্ছে এক স্মরণীয়, আবেগঘন সন্ধ্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12