logo
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

আমি নিখুঁত নই: সামান্থা

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৫, ১৬:২৪
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার নিজের জীবনের লড়াইয়ের গল্প শোনালেন। সাফল্যের উজ্জ্বল আলোয় থাকলেও তাঁর জীবন আসলে ভরা সংগ্রাম, আত্মঅনুসন্ধান আর সাহসিকতায়—যা উঠে এসেছে এনডিটিভি ওয়ার্ল্ড সামিটের মঞ্চে তাঁর খোলামেলা বক্তব্যে।

সামান্থা জানান, জীবনের প্রতিটি উত্থান-পতনের পেছনে রয়েছে নিজের প্রতি সত্য থাকার সিদ্ধান্ত। তাঁর ভাষায়, “আমি সবসময় চেয়েছি নিজের সঙ্গে সৎ থাকতে। আমার মায়োসাইটিস রোগের খবরটিও আমি নিজেই প্রথম জানিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম মানুষ সত্যিটা জানুক।” তবে তিনি এটাও স্বীকার করেন, বাস্তব থাকা সবসময় সহজ নয়।

স্বামী নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনের আকস্মিক বিচ্ছেদ একসময় দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এ প্রসঙ্গে সামান্থা বলেন, “আমার অনুসারীরা জানেন—আমার বিচ্ছেদ থেকে অসুস্থতা, সবই প্রকাশ্যে এসেছে। এই খোলামেলাতার কারণেই আমাকে অনেক ট্রলিং আর সমালোচনার মুখে পড়তে হয়েছে। আমি দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনও ভেঙে পড়িনি।”

তিনি আরও যোগ করেন, “আমি নিখুঁত নই। আমি ভুল করি, হোঁচট খাই; কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি আরও ভালো মানুষ হতে।”
এখন সামান্থা শুধু অভিনয় নয়, নিজের জীবনের অভিজ্ঞতাগুলোও ভাগ করে নিতে চান অনুপ্রেরণার উৎস হিসেবে। তাঁর কথায়, “যদি আমার গল্প শুনে কেউ সাহস পায়, তবে সেটাই আমার প্রকৃত সাফল্য।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিচ্ছেদ জল্পনার মাঝে সুখবর দিলেন যীশু সেনগুপ্ত
12