logo
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান বিএনপির

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৫, ১৬:৩৮
ছবি: ইন্টারনেট

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে বিএনপি।
রোববার (১৯ অক্টোবর) বিএনপি মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক আমান দেশের স্টাফ রিপোর্টার জাইদুল ইসলাম রিফাতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকের প্রতি সহমর্মিতা জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজব ছড়ানো বা মিথ্যা তথ্যের ভিত্তিতে কারও বিরুদ্ধে হুমকি বা অপমানজনক আচরণ হলে তা প্রতিরোধে রাজনৈতিক উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মন্মুন হোসেন আলমগীর বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে আছে বিএনপি।”

দলটি আশা প্রকাশ করেছে, পারস্পরিক সম্মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে সংবাদকর্মীরা আরও স্বচ্ছভাবে কাজ করতে পারবেন এবং এতে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12