চট্টগ্রাম ইপিজেডে আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নয়তলা ভবনটির বিভিন্ন তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের একটি সূত্র জানিয়েছে, আগুন ভবনের একাধিক তলায় ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আগুন লাগার সময় ভবনে প্রায় ৫০০ শ্রমিক অবস্থান করছিলেন। তাঁদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন, শিল্প পুলিশ এবং ইপিজেড কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সমন্বিতভাবে কাজ চলছে।
মন্তব্য করুন